শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগেরহাট ফকিরহাটে স্বপন দাসের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্র

বাগেরহাট ফকিরহাটে স্বপন দাসের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্র

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ,বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস। এ উপলক্ষে রবিবার (১৯ মে) বিকেলে উপজেলার কাজী আজাহার আলি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ,স্বপন দাসের আনারস প্রতীকের নির্বাচনী জনসভা। উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মী ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কলেজ মাঠ যেন জন সমুদ্রে পরিণত হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। স্বপন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফিরোজুল ইসলাম, জনসভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেদ)

জনসভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ফকিরহাট উপজেলা পরিষদের সকল ইউপি চেয়ারম্যান স্বপন দাসের সমর্থনে বক্তব্য প্রদান করেন। আগামী ২১শে মে আনারস মার্কায় ভোট দিয়ে স্বপন দাসকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn