রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ১ লক্ষ ৬০ হাজার নকল বিড়ি ধ্বংস, দেড় লক্ষ টাকা জরিমানা

বাগেরহাটে ১ লক্ষ ৬০ হাজার নকল বিড়ি ধ্বংস, দেড় লক্ষ টাকা জরিমানা

 

বাগেরহাটে নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক একটি প্রতিষ্ঠানে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোল­াহাট উপজেলার কুলিয়া বাজারে ওই কোম্পানির ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল­াহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এ সময় ১ লাখ ৬০ হাজার পিস নকল বিড়ি ও দেড় লাখ জাল ব্যান্ডরোল ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক আব্দুল­াহ আল ইমরান বলেন, নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায়  দেড় লাখ টাকা জরিমানা করা হয় ও নকল বিড়ি এবং রোল ধ্বংস করা হয়েছে।জরিমানার অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn