বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

 

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিমডাঙ্গা এলাকার সাধারন জনগনের উদ্দ্যোগে এ মানববন্ধনে অনন্যদের মধ্যে বাগেরহাটের জনমানুষের নেতা শেখ মন্জুরুল হক রাহাদ, ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল, অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের প্রধান শক্ষক রজ্জব আলী আকুনজি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিরোধ বিহারী মৃধা, মোজাম শেখ, পিযূজ কুমার নাগ, বাবু সত্যরঞ্জন মন্ডল, যুব প্রতিনিধি অর্নব মিস্ত্রি, শেখ ইমরান, ইশিতা দেবনাথ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন একটি ইতিহাস সমৃদ্ধ ইউনিয়ন। খাজা খানজাহান আলীর স্মৃতি বিজরীত এই ইউনিয়নে একসময় প্রচুর পরিমাণে ধান ও ফসল উৎপাদন হতো। এই এলাকায় খান জাহান আলী (র.) সুপেয় পানির জন্য অসংখ্য নদ ,নদী ও বিল খনন করেছিলেন,যাতে এ এলাকার মানুষ কৃষি ফসল চাষ করে জীবন যাপন করতে পারে। সময়ের বিবর্তনে এই এলাকার অধিকাংশ সরকারী খালগুলোকে দখল করে মাছ চাষ শুরু করে। যখন যে দল ক্ষমতায় আসে তাদের ছত্রছায়ায় কিছু অসাধু চিংড়ি চাষী প্রতি বছর এ খালগুলোকে দখল করে মাছ চাষ করে । এলাকার মানুষ বারবার উদ্দ্যোগ নিলেও এ খালগুলোকে দখলমুক্ত করা সম্ভব হয়নি। গত ৫ ই আগষ্টের পর সাধারন মানুষ এই খালগুলোকে অবমুক্ত করার উদ্দ্যোগ গ্রহন করে।

ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল বলেন, ষাটগম্বুজ ইউনিয়নের প্রায় সকল খাল বিশেষ করে খোন্তাকাটা খাল, শাতকুলি খাল, গোদাড়া খাল, নদখালী খাল, মাদারতলা খাল, মানিকখালি খাল, দায়েতনেমারি খাল, পেতনিমারি খাল, মহিসকোড়া খাল, মানুষপোড়া খাল, সিমানা খাল, রামবাবু খাল, গোটেরখাল, ইমামবাড়ি খালসহ অসংখ্য খাল দখল করে মাছ চাষ করা হয় । আমরা সাধারন জনগণ চাই এ খালগুলো অবমুক্ত করতে। এগুলো অবমুক্ত হলে আমাদের এ ইউনিয়নে ব্যাপক ধানসহ অন্যন্য ফসল উৎপাদন হবে।

রাইজিং স্টার যুব দলের সদস্য শেখ ইমরান বলেন, আমরা বিভিন্ন সময় এই খালগুলোকে অবমুক্ত করার জন্য উদ্দ্যোগ নিয়েছি কিন্তু সফল হতে পারি নাই। এবার আমরা এলাকার সকল মানুষ একসাথে কাজ করছি যাতে আমাদের এলাকার এই সরকারী খালগুলো অবমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত হয়। আর এটা যদি সম্ভব হয় তাহলে যেমন আমাদের এলাকায় আগের মত ব্যাপক ধানসহ অন্যন্য ফসল উৎপাদন হবে তেমনি এলাকার মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn