রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগেরহাটে মোবাইল সিম বিক্রেতাকে গণধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার

বাগেরহাটে মোবাইল সিম বিক্রেতাকে গণধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার

 

বাগেরহাটে মোবাইল অপারেটর রবি’র একজন যুবতী (২১) কর্মীকে সিম কেনার কথা বলে শহর থেকে ডেকে নিয়ে তাকে গণধর্ষন ও গণধর্ষনের ওই ভিডিও ধারণ করেছে ৩ ধর্ষক। শুক্রবার (০৪ এপ্রিল) ৩ ধর্ষকে আটক করে বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা জায় বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজারের কাছে জৌখালী ব্রিজের নিচে এই
গণধর্ষনের ঘটনা ঘটে। এঘটনার পর খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ ধর্ষককে আটক করে ও গনধর্ষণের ভিডিও ধারন করা মোবাইলও উদ্ধার করে। গ্রেফতার ধর্ষকরা হলো, বাগেরহাট সদরের রাখালখাছি ইউনিয়নের করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাস (১৯), কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ও শেখ ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম (৪০)। শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে মোবাইল অপারেটর রবি’র ওই কর্মীর ডাক্তারী পরিক্ষা
বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান এতথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারা গণধর্ষণের বিষয়টি
স্বাীকার করেছে। মোবাইল অপারেটর রবি’র ওই কর্মী তিন ধর্ষককেই শনাক্ত করেছে। রবি’র ওই কর্মী বাদী হয়ে তিন ধর্ষকের নামে বাগেরহাট সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn