শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ : নারী, পুরুষসহ আটক ৩

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ : নারী, পুরুষসহ আটক ৩

 

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী পুরুষ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নারীসহ ফখরুল ইসলাম বাবু ও মো: সুমন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। তারা (সুমন ও বাবু) ওই নারীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। পরে তার সাথে টাকা নিয়ে ওই নারীর সাথে অভিযুক্ত দুই যুবকের কথা কাটাকাটি ও বাক-বিতন্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টেরপান। পরে তারা পুলিশে খবর দেন। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাগেরহাট স্টেডিয়াম সড়কের বাসিন্দা শেখ মো.শহীদ বলেন, আমি ফজরের নামাজ পড়ে যাবার পথে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে বিষয়টি জানার চেষ্ঠা করি। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী তখন বলতে থাকেন, তাকে ধর্ষণ করা হয়েছে। ভ্যাট অফিসের ভিতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই।’ এদিকে, এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তারা ভ্যাট অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকারে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার কঠিন শাস্তি দাবি করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn