রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু  

বাগেরহাটে ঐতিহাসিক হযরত খানজাহান আলীর
(রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

 

প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে তিনদিনব্যাপী মেলা শুরু হয়েছে। মাজার এলাকায় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত-অনুরাগীরা।

প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয় জানিয়ে হযরত খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ও ষাট গুম্বজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, শুক্রবার

(১১এপ্রিল) মেলা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ হবে।

এদিকে মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি,পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন হযরত খানজাহানের হাজার হাজার ভক্ত-অনুরাগীরা।

ভক্তরা বলেন, হযরত খানজাহানের সঙ্গে মানুষের আত্মিক প্রেম-ভালোবাসা আছে।

এ ভালোবাসার জন্য তারা এখানে প্রতিবছর আসেন। এখানে নামাজ পড়েন, রোজা রেখে মানত করেন। এ উছিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেন।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “চৌদ্দশ খ্রিস্টাব্দে হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পরে পাঁচশ বছর ধরে চৈত্র

মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানদের মাজারে

সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।”

তিনি বলেন, “ভক্ত-আশেকানদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়।

তাই তারা মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন।”

প্রধান খাদেম আরও বলেন, এ উপলক্ষে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় যাতে কোনো বিশৃক্সখলা না ঘটে সেজন্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn