সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

 

বাগেরহাটের রামপালে বিনম্র সশ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় এ উপলক্ষে রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাসামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সদস্য এ্যাডভোকেট মো. বোরহান খান, উপজেলা যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোড়ল, উপজালা যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশীদের মুক্তি দিয়েছিলেন। তিনি কৃষিতে বিপ্লব সাধিত করেছিলেন। তার ১৯ দফা কর্মসূচী ছিল বাংলার মুক্তির সনদ। তারই পথ ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিপন্ন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জীবন বাজি রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া এদেশের মানুষের জন্য জীবন দিয়েছিলেন। তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাবরণ করেছেন। দেশ থেকে বিতাড়িত হয়েছেন কিন্তু স্বৈরাচারীদের কাছে মাথা নত করেননি।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা কাজ করছেন। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তারেক রহমানের নির্দেশনা মেনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না বলে হুসিয়ারি দেওয়া হয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে দেশপ্রেমিক জাতীতাবাদী সকল শক্তিকে সাথে নিয়ে আবারো মাঠে নামা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn