শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগেরহাটের মোরেলগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড়ভাই আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড়ভাই আটক

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতাকে(৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই নিখিল মাতাকে(৬০) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ নিখিল মাতাকে আটক করেন। নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

পারিবারিক দ্বন্দ্ব ও নীজ বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে সুনীল মাতার সাথে বাকবিতন্ডা হয় তার বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নিলকান্ত মাতার সাথে। ঝগড়ার কয়েক ঘন্টা পরে রাত ৯টার দিকে সুনীল মাতাকে বাড়ীর সামনে বসেই কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় নিখিল ও তার ছেলে নিলকান্ত।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সুনীল মাতার প্রধান ঘাতক নিখিল মাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn