রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের দুই ভাই-বোন নিখোঁজ

বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের দুই ভাই-বোন নিখোঁজ

 

মোরেলগঞ্জে রুমা আক্তার (১২) ও রবিউল ইসলাম (৫) নামে আপন দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তারা উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মৎস্যজীবী মো. রিয়াজুল ইসলাম ও চম্পা বেগমের সন্তান।

বর্তমানে তাদের বাবা রিয়াজুল ইসলাম জীবিকার তাগিদে মাছধরা ট্রলারে সমুদ্রে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতে মা চম্পা বেগম সন্তানদের খুঁজে পেতে বৃহস্পতিবার সকাল থেকে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে ঘুরছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে চম্পা বেগম জানান, ছেলে-মেয়েদেরকে বকা দেওয়ায় তারা বুধবার বেলা ৭টার দিকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফেরেনি।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, দুই ভাই-বোন নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ তাদের খুঁজে পেতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn