বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ আটক ৬, মাইক্রোবাস জব্দ

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ আটক ৬, মাইক্রোবাস জব্দ

 

বাগেরহাটের মোংলায় ঢাকাগামী একটি  মাইক্রোবাস তল্লাশি করে, ১১ কেজি হরিণের মাংসসহ০৬ (ছয়জন) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
পশ্চিম জন মোংলা। বুধবার(৮ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় এখনো যানাযায়নি বলেও জানান এ কর্মকর্তা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়।এ সময় ০৬(ছয়জনকে) আটক করা  হয়।
তাঁরা চোরাচালানকারী।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn