শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসার ছাত্র আশরাফুল ইসলাম জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসার ছাত্র আশরাফুল ইসলাম জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

 

” ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ” কর্তৃক আয়োজিত ষষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকায় জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করেছে হবিগঞ্জ সদর উপজেলার ” বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী শিক্ষার্থী আশরাফুল ইসলাম। জানাযায় , হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় মধ্যে যাচাই- বাছাই উত্তীর্ণ হয়ে গত ২৩ ফেব্রুয়ারি উপস্থিত সম্মানিত বিচারকমণ্ডলী ও অতিথিরা ঢাকা জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে স্বর্ণ পদক ও নগদ অর্থ অর্জন করেছে আশরাফুল ইসলাম । আহলে সুন্নাত ওয়াল জামাত এর মতাদর্শ ভিওিক ” হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ” কর্তৃক দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুরূপে পরিচালিত ” বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম সফলতার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে ২য় স্থানে ভূষিত হয়েছেন আশরাফুল ইসলাম । এদিকে গত ৯ জানুয়ারি বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার লাল শালোক হোটেল আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ পাড়া গ্রুপে ৫ম স্থান অধিকার করে তারেক হাসান । উক্ত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা প্রধান শিক্ষক হাফেজ সাকিব আহমদ বলেন , চারদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা ছাত্রদের ঈর্ষনীয় সাফল্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি । আমার মাদ্রাসার ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ও তারেক হাসান মেধাবী ছাত্র । পাশাপাশি অত্র মাদরাসার সমৃদ্ধি , উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক , শুভাকাঙ্ক্ষী , শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn