
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন পাইন্দং ইউনিয়ন সংসদের ২য় কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের প্রেক্ষিতে বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের ২য় কার্যকরী পরিষদ (২০২৩-২০২৬)-এর সভাপতি হিসেবে মাস্টার দেবাশীষ দত্ত ও সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল দে নির্বাচিত হয়েছেন। এ সময় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবুল দেব। প্রধান বক্তা ছিলেন অমর বণিক। আলোকিত অতিথি ছিলেন সংগীতা শীল ও রণি দে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহসভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভাপতিত্ব করেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি সুমন কুমার বণিক। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা পাপন কুমার রাহা। প্রধান বক্তা ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপক দে। মহান অতিথি ছিলেন মাস্টার মানস চক্রবর্তী, ডা. বিশ্বনাথ দে, মাস্টার লিটন মহাজন, আদিত্য সৈকত, প্রভাষক রূপন দাশ। আলোকিত অতিথি ছিলেন অপু কুমার দে, রূপন ভৌমিক, স্বপন রাহা, দুলাল দে, শ্রীবাস বৈষ্ণব, ছোটন দাশ, ছোটন নাথ, সাধন নাথ, মাস্টার সুশীল আচার্য, ডা. সুশীল আচার্য, রবিশঙ্কর শীল। বিশেষ অতিথি ছিলেন রাজীব দে, সুশীল আচার্য, আদেশ শীল, পরিমল সূত্রধর।
নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প-িত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, কৃষ্ণ বণিক, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, সহসাধারণ সম্পাদক সজীব দে, সাংগঠনিক সম্পাদক টিকলু পাল, সহসাংগঠনিক সম্পাদক ডলি চৌধুরী, অর্থ সম্পাদক নয়ন দাশ, সহঅর্থ সম্পাদক বিধান দে, নির্বাহী সদস্য মাস্টার রূপন কান্তি ধর, রাজীব দে, সুমন দে, ছোটন দে, প্রিয়জিৎ ভৌমিক, মিন্টু সূত্রধর।