রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগমারায় মৎস্য চাষীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাগমারায় মৎস্য চাষীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজশাহীর বাগমারায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি জাহাঙ্গীরের পুকুর পাড়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল চার’টায় প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।
প্রশিক্ষণের আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ। অর্থায়ন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার মৎস্য কর্মকর্তা রনি হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসসিরুল করিম, শিহাব হাসান টেকনিক্যাল সার্ভিস অফিসার সিপি বাংলাদেশ , লিফ শাহজাহান আলী সরদার প্রমুখ।
প্রশিক্ষণে অর্ধশত প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
শীতকালে পানি কমে মাছ যেন মারা না যায়, ছত্রাক, ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, ঘা, ফুলকা পচা রোগ সহ নানা বিষয়ে প্রশিক্ষণে গুরুত্বারোপ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn