
বাগমারায় মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হকের ইন্তেকাল
রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নম্বর মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
রবিবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুম চেয়ারম্যান রেজাউল হক মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া শিকদারী গ্রামের মৃত ইমারতুল্ল্যাহর ছেলে। সেই সাথে বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ভাই।
মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম রেজাউল হক প্রথমবারের মতো বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রেজাউল হকের মৃত্যুতে পরিষদ হারালো অভিভাবক।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত করে আসছিলেন। দলমত ভুলে তিনি সকলের কল্যাণে কাজ করে গেছেন। চেয়ারম্যান রেজাউল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউনিয়ন জুড়ে।