বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগমারায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ভ্রাম্যমান আদালতে জরিমানা

বাগমারায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ভ্রাম্যমান আদালতে জরিমানা

 

রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ কোরবানীর পশুর হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগ পেয়ে সোমবার (২জুন) ভ্যাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও বাজার মনিটরিংকালে দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, সোমবার বিকেলে কোরবানীর পশুর হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগ পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গরু হাটায় ইজারাদারের দশ হাজার টাকা এবং আলুহাটার খাশি হাটায় দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
ভ্যাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
এদিকে উপজেলার মোহনগঞ্জ, মচমইল, তাহেরপুর, হামিরকুৎসাসহ বিভিন্ন কোরবানীর পশুর হাটে গরু, ছাগল, ভেড়া ক্রয় বিক্রয়ে অতিরিক্তিক খাজনা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn