রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

 

রাজশাহীর বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড় ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, শিক্ষার্থীদের মধ্যে মোহন, মাসুমা আক্তার, রাজিব রওনক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।

কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn