মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, প্রথম দিনই অনুপস্থিত ১৬৩ জন

বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, প্রথম দিনই অনুপস্থিত ১৬৩ জন

রাজশাহীর বাগমারায় চলতি বছরে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালন করা শিক্ষকদের ভুল শোধরানোর সুযোগ দিয়েছে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়কেন্দ্র। তবে তা পরীক্ষা শুরুর আগে। চলতি বছরে উপজেলার ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য তিনটি ভোকেশনাল, তিনটি দাখিল ও সাতটি এসএসসি পরীক্ষাকেন্দ্র।
বৃহস্পতিবার উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে ব্যতিক্রম দৃশ্য চোখে পড়ে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। কেন্দ্রে প্রবেশের আগে ফটকে বেঞ্চের উপরে রাখা রয়েছে প্লাস্টিকের বড় বাক্স। ওই বাক্সের নিয়ন্ত্রণে একজন শিক্ষককে থাকতে দেখা যায়। কেন্দ্রের পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের জন্য মূলত ওই বাক্স। বাক্সে লেখা রয়েছে ” ভুলবশঃ কোন কক্ষ পরিদর্শক মোবাইল নিয়ে আসলো আমার কাছে জমা দিন।”
মূলত পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের মোবাইল ফোন জমা রাখার জন্য এই উদ্যোগ। কেন্দ্রে মোবাইল ফোনসহ ইলেকট্রিক ডিভাইস আনা বারণ রয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি রয়েছে। তবে অনেক মোবাইল ফোন, হাতঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। প্রশ্নপত্র ফাঁসেরও সম্ভাবনা থাকে। তবে এবার হাটগাঙ্গোপাড়া এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাসির পাশাপাশি কক্ষ পরিদর্শকদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। তবে শিক্ষকদের জন্য সম্মানজনক বাক্য লিখে তল্লাসির ব্যবস্থা করা হয়।

অনেক কক্ষ পরিদর্শক মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে আসেন। অনেকে তা বন্ধ করে কাছে বা কেন্দ্রসচিবের কাছে রাখতেন বিগত বছরগুলোতে। কয়েকজন শিক্ষক এমন তথ্য দিয়েছেন এই প্রতিবেদককে।
সরেজমিনে দেখা যায়, অনেক পরীক্ষক ওই বাক্সে তাঁর মোবাইল ফোন রেখে গেছেন দায়িত্বে পালনে। নাম প্রকাশ না করার শর্তে কক্ষ পরিদর্শক জানান, তাঁরা কেন্দ্রের সামনে রাখা বাক্সে মোবাইল ফোন ও হাতঘড়ি রেখে এসেছেন। তাঁরা ভুলক্রমে নয়, জেনেই নিয়ে এসেছিলেন। তবে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রাখতেন। এবার বাক্স রাখার ব্যবস্থা করায় সেখানে রাখা হয়েছে।

বাগমারায় চলতি বছরের এসএসসি ও সমমানের ১৩টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিয়েছে ৫ হাজার ৪শত ৭২। তবে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬৩ জন।

এবছর যে সকল কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, শিকদারি উচ্চ বিদ্যালয়, কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসা।

হাটগাঙ্গোপাড়া পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন জানান, অনেকে ভুল করে ঘড়ি ও মোবাইল ফোন নিয়ে আসেন। সেগুলো যাতে কেন্দ্রের বাইরে থাকে এজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বাক্সের দায়িত্বে পুলিশ ও একজন শিক্ষক আছেন। পরীক্ষা শেষে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, হাটগাঙ্গোপাড়া কেন্দ্র ভালো কাজ করেছে, এটা মডেল। আগামী পরীক্ষা থেকে অবশিষ্ট ১২টি কেন্দ্রে এই বুথ ও বাক্স চালু করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল বিষয়ের প্রতি নজর রাখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn