
বাকলিয়া থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক
চট্টগ্রামে সিএমপির বাকলিয়া থানা পুলিশের সাড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে।
আজ ২৮ ফেব্রুয়ারি বিকেলে নগরের কল্পলোক আবাসিক এলাকার এসবি টাওয়ারের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা খায়ের মোহাম্মদ রাহুল (২৬) কে আটক করে। আটককৃত ছাত্রলীগ নেতা রাহুল বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে।
বাকলিয়া থানা অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানিয়েছেন, আটককৃত রাহুল একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হবে এবং কোন মামলা না থাকলে থানায় আগের মামলায় আটক দেখিয়ে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
Post Views: ৬৬