মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও হোমিওপ্যাথির জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও হোমিওপ্যাথির জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

গত ১১ এপ্রিল ২০২৫খ্রি. চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও হোমিওপ্যাথির জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ডা. মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম জেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, বাহোপ কেন্দ্রীয় কার্যকরী সদস্য ডা. বরুন কুমার আচার্য (বলাই), যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাকিনা আক্তার লাকী, মহিলা সম্পাদক ডা. কাবেরি দাস, শিক্ষা সংস্কৃতি সম্পাদক ডা. এম এ ফজল, সদস্য ডা. রাহনুমা আকতার সুখি। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শিপ্রা প্রভা মহাজন।

আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক ডা.ফারজানা বাহার, সদস্য ডা. মোহাম্মদ মুছা, ডা. অমিতা দেবী, ডা. সায়মাতুল জান্নাত, ডা. নাহিদা সুলতানা, ডা. এম এম ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. শহীদ হোসাইন মোর্শেদ, ডা. আশিকুর রহমান, ডা. মৃনাল কান্তি নাথ, ডা. রীতা বড়ুয়া, শ্রাবন্তী ভট্টাচার্য, ডা. আরিফুল ইসলাম, ডা. শহীদুল ইসলাম, মামুনুর রশিদ প্রমূখ।

পরিশেষে প্রধান অতিথি স্যামুয়েল হ্যানিম্যানের আত্মার মাগফেরাত কামনা করতঃ ও সকল হোমিওপ্যাথদের জন্য দোয়া করেন।

উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn