
বাংলাদেশ রাগবী দলের ন্যাশনাল ক্যাম্পে সাতক্ষীরার রাসেল গাজী
আসন্ন নেপাল বাংলাদেশ আন্তর্জাতিক রাগবী সিরিজ-২০২৫ এর জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন সাতক্ষীরার রাসেল গাজী। সে একাধারে খুলনা বিভাগীয় দল ও সাতক্ষীরা জেলা রাগবী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছে।
শুক্রবার (৩০ মে) রাতে বাংলাদেশ রাগবী ফেডারেশন থেকে ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক ন্যাশনাল ক্যাম্পে স্থান পায় সাতক্ষীরার এই কৃতি সন্তান রাসেল গাজী। ঘোষিত প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যদের রাগবী ফেডারেশনের টিম ম্যানেজার সরোয়ার রাকিবের সাথে দ্রুত যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী মাসে নেপালে অনুষ্ঠিত বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজের জন্য ন্যাশনাল ক্যাম্পে ডাক পাওয়া রাসেল গাজী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরের কাজী মহল্লার মো.নূর হাসান গাজী ও মোছা. শেফালী বেগম দম্পতির ছেলে। দুই ভাইয়ের মধ্যে রাসেল বড়। সে রাইট উইং পজিশনের একজন খেলোয়াড়।
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪.৬০ পয়েন্ট নিয়ে ২০২৩ এইচএসসি পাস করে।
রাসেল গাজী গেল যুব গেমসে খুলনা বিভাগীয় রাগবি দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেন। এছাড়া ন্যাশনাল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দলের রানারআপ হওয়ার মূলে রাসেল গাজী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।