শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাণী

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাণী

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের অগ্নিগর্ভ সময়ে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। মহিলা আওয়ামী লীগ রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের পাশাপাশি সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব আন্দোলন সংগ্রামে মহিলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দেয় ও দুঃসহ দুঃখ-কষ্ট ভোগ করে। সবকিছুর পরেও সকল বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা জয় করে মহিলা আওয়ামী লীগ সুনির্দিষ্ট নীতি ও আদর্শ নিয়ে সুদীর্ঘ পথ চলেছে এবং আগামীতেও যত ঝঞ্জা-বিক্ষুব্ধ সময় আসুক না কেন হিমালয়ের ন্যায় অটল থেকে তা মোকাবিলা করবে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। এই নারীকে সামনে এগিয়ে আনার লক্ষ্যে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ নীতি ও আদর্শগতভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করেছে। আওয়ামী লীগ সরকারের সময়েই সরকারের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য নারীর জন্য সংরক্ষণ কোটা ব্যবস্থার প্রচলন করা হয়। বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি জ্ঞানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, কর্মে অংশগ্রহণ ও কর্মসংস্থানে সুযোগের পাশাপাশি সার্বিকভাবে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান সব থেকে বেশি। এমনকি নারীর উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বের সরকারই একটি পূর্ণাঙ্গ নারী নীতি ( জাতীয় নারী উন্নয়ন নীতি – ২০১১) প্রণয়ন করে।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আমি জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং প্রত্যাশা করি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগামীর পথচলা আরও সুন্দর ও সার্থক হোক।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn