বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ এর সভাপতিত্বে মানস কুমার বড়ুয়া ও নেভি রাণী বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে ত্রিপিটক পাঠ করেন মেত্তানন্দ ভিক্ষু। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাখাল চন্দ্র বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, অলক বড়ুয়া, শীলানন্দ বড়ুয়া, শীলদত্ত মুৎসুদ্দি, প্রকৌশলী রুপক বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন, পরিমল তালুকদার, সুকান্ত বড়ুয়া, ড. দীপংকর শ্রী জ্ঞান বড়ুয়া, প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া, অংকন বড়ুয়া, প্রকৌশলী রুপক কান্তি বড়ুয়া, রুচিরা বড়ুয়া, দোলন বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, অধ্যাপক সুমন বড়ুয়া, এডভোকেট রেবা বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সকল মানুষকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। সমাজ, সধর্ম ও সমাজের জন্য বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন যে কর্মকান্ড পরিচালনা করে আসছে তা অত্যান্ত প্রশংসার দাবিদার ও অনুকরণীয়। বক্তারা আগামী প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অগ্রসর হতে শিক্ষা ও কর্মদক্ষতা অর্জন করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া।
স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn