বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি ইয়াছির আরাফাত রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন,ফেনী জেলা তথ্য অফিসার এস,এম আল আমিন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা এবিএম রফিকুর রহমান,সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, দৈনিক প্রথম আলোর ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,সাপ্তাহিক ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মিরু, দৈনিক সংগ্রামের ফেনীর নিজস্ব প্রতিবেদক একেএম আবদুর রহিম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন।

এসময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদল,জাহিদুল ইসলাম সজল,অর্থ সম্পাদক নাসিম সিকদার,সাংগঠনিক সম্পাদক মো: সালেকুজ্জামান চৌধুরী রাজীব,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সৌরভ,দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী,ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মোস্তফা কামাল বুলবুল,সাবেক সভাপতি এম, এমরান পাটোয়ারী,জুলহাস তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন রাসেল,শেখ আশিকুন্নবী সজীব,সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ ফেনী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদের পিছনে ফটো জার্নালিস্টের অবদান অপরিসীম।
ফটো জার্নালিস্ট একটি চ্যালেঞ্জিং বিষয়।
ছবি-ভিডিও ছাড়া একটি সংবাদ কখনো পরিপূর্ণ হয় না।

বক্তারা আরও বলেন, হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে,এ সংখ্যা কমাতে হবে।হুটহাট করে কেউ যেন সাংবাদিক না হয়ে যায়। ফ্যাসিস্টমুক্ত সাংবাদিক গড়া আমাদের অঙ্গীকার। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn