
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ নূর আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাৎ। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি মাষ্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রুপন ভৌমিক, অর্থ সম্পাদক জয়পদ চন্দ, সিনিয়র কর্মকর্তা ভজন নাথ, গুরুপদ শীল, মিলন নাথ, বরুণ কুমার আচার্য্য বলাই, অশোক কুমার চৌধুরী, শেখর কান্তি সরকার, বিধান চক্রবর্ত্তী, মাষ্টার প্রদীপ কুমার দে, প্রভাস ধর, প্রদীপ কুমার রায়, নিরঞ্জন নাথ মন্টু, রুপন নাথ, সঞ্জয় নাথ, মাষ্টার প্রভাত শীল, মাষ্টার বিকাশ রায়, ডা. লিটন রায়, রাজিব চৌধুরী, নিতাই নাথ, সজিব দে, রবি দে, শিটন দে, সুব্রত দে, জনি কূর্মী, তুষার দাশ, অন্তু পাল প্রমূখ। নেতৃবৃন্দের উদ্দেশ্য নির্বাহী অফিসার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সনাতনী সম্প্রদায়ের মঠ, মন্দির, উপসনালয়, আশ্রম, মহাশ্মশান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে সকল ধরনের সহযোগীতা অব্যাহত রাখবেন এবং যে কোন সমস্যায় সবসময় পাশে থাকবেন।
তিনি আরো বলেন যদি কেউ অন্যায়ভাবে মামলা বা হামলার শিকার হয়, দ্রুততম সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং উপস্থিত নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।