
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার
দ্বি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় (সেবাখোলা) মন্দিরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোজাম্মেল হক চৌধুরী। সার্বক্ষণিক খবর নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী ও বাংলাদেশ জামাতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার আমির নাজিম উদ্দীন ইমু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক কল্লোল দে, সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী। পুজা উদযাপন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মিলন কান্তি নাথ। সহকারী নির্বাচন কমিশনার আশীষ চক্রবর্ত্তী, সহকারী নির্বাচন কমিশনার বাবু প্রদীপ কুমার দে। আহ্বায়ক কমিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মাষ্টার সন্তোষ কুমার শীল, সদস্য সচিব বাবু সজল পাল সহ উপজেলা সনাতনী সম্প্রদায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিলরবৃন্দ। পরে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মাষ্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বাবু ধনঞ্জয় দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু রুপন কুমার ভৌমিক, জয় পদ চন্দ নির্বাচিত হয়।