শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত

নগরীর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক গলির তারাবানু ভবনের ২য় তলায় চট্টগ্রাম একাডেমিতে ২ মে সকাল ১০টায় বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার মতবিনিময় সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনার উপর বিশদ আলোচনা ও গুরুত্ব আরোপ করা হয়। স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন পণ্ডিত সলিল আচার্য্য।

পণ্ডিত স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন পণ্ডিত বিপুল সরকার বিপ্লব, পণ্ডিত চিন্ময় সিংহ, পণ্ডিত অরুপ আচার্য্য, পণ্ডিত পলাশ কান্তি দাশ, পণ্ডিত পিবলু আচার্য্য, পণ্ডিত স্বয়ন আচার্য্য, পণ্ডিত জয় আচার্য্য, পণ্ডিত সাগর আচার্য্য, পণ্ডিত প্রবীর আচার্য্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান, পণ্ডিত সুবীর আচার্য্য, পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পণ্ডিত রাজু আচার্য্য প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn