রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন মোদি : ভারত

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন মোদি : ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বৈঠকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুই নেতার মধ্যে এ নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারত এই পরিস্থিতিকে যেভাবে দেখছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী (মোদি) তার মতামত ও উদ্বেগের কথা জানান।
বিক্রম মিশ্রি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি সেদিকে এগিয়ে যাবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক এগিয়ে নিতে পারব। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই মতামত শেয়ার করেছেন মোদি।
এদিকে, মোদির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) হাতে ছেড়ে দিচ্ছি।
তবে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn