
২১ মার্চ বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার রবি দাশ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা, মাসিক সনাতনী দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিতাই ভট্টাচার্য্য, সুজন হাজারী, দুলাল মল্লিক, জাহেদুল ইসলাম প্রমুখ। উক্ত মানববন্ধনে উপদেষ্টা নিতাই ভট্টচার্য্য বলেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবি দফা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। দেশের সাধারণ জনগণ যে মৌলিক অধিকার ও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছে ঠিক একইভাবে বাংলাদেশে বসবাসরত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-এর ৮ দফা দাবি হল- জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনে গাষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ‘ভর্তি কোটা’ প্রবর্তন করতে হবে। স কল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য ‘কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে। উক্ত মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চেরাগী পাহাড় এলাকার মৌন মিছিলও করা হয়।
Post Views: ৫৮