শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে উত্তরবঙ্গে শিক্ষা সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে উত্তরবঙ্গে শিক্ষা সামগ্রী বিতরণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গত ৩০ মে শুক্রবার দিনব্যাপী উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া , জয়পুরহাট, রংপুর ও নীলফামারীর বিভিন্ন বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া।
বিহারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী বিহার রংপুরের পীর গঞ্জের শাক্যমনি বৌদ্ধ বিহার, মহাবন বৌদ্ধ বিহার সাহাপুর, রংপুর বদর গঞ্জের কুড়াপাড়া নব শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার অন্যতম। এসব অঞ্চলের ৩০ টিরও বেশি বৌদ্ধ বিহারে এবং দুই হাজারের বেশি বৌদ্ধ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বৌদ্ধ নেতা রুবেল বড়ুয়া। তিনি এসময় বৌদ্ধ বিহারের ও বৌদ্ধ পল্লীগ্রামের সমস্যা ঘুরে ঘুরে দেখেন এবং সমস্যা সম্বলিত বিহারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এছাড়াও রুবেল বড়ুয়া শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়েই চট্টগ্রাম থেকে বৌদ্ধ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে সুদূর উত্তরবঙ্গে পদার্পণ এবং বৌদ্ধ বিহার ও জনগোষ্ঠীর উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করতে চান বলে জানান।
এসময় তার সাথে সুশীল প্রিয় ভিক্ষসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা নেতৃবৃন্দ ও স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn