শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, টাঙ্গাইল জেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ কামরুজ্জামান, ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন, ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি , বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও জেলা প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এবং টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি এবং প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখার সকল সদস্য সাধারণ সভায় অংশগ্রহণ করেন । সুমন মিয়ার সঞ্চালনায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক বলেন,’ ধনবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ রয়েছে । ইউনিয়নের কোথাও সমস্যা দেখা দিলে সেখানেই ছুটে যান সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ। বর্তমান এই গ্রাম পুলিশ সদস্যরা প্রতিমাসে বেতন পান ৬ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আমাদের উপর সুদৃষ্টি রাখার জন্য ‘। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ উনার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সভায় তিনি গ্রাম পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যেতে। তিনি বলেন, ‘আপনারা যদি শক্তিশালী হন তাহলে প্রশাসনও শক্তিশালী হবে। এতে করে মানুষের উপকার হবে ‘।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn