শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়ঃ জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়ঃ জয়সওয়াল

 

 

ঢাকায় কর্মরত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের পাল্টা হিসেবে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ নূরুল ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টায় ভারতের পররাষ্ট্র দপ্তর তলব করেন। পরে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ” বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়।” জয়সওয়াল বলেন, ” ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ নূরুল ইসলামকে এদিন বিকেলে পররাষ্ট্র দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল। তাঁকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।” তিনি আরও বলেন, ” এটা দুঃখজনক যে, বাংলাদেশ প্রতিনিয়ত একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করে যাচ্ছে। তাদের অভ‍্যন্তরীন সমস‍্যার জন্য আমাদের দায়ী করা হচ্ছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমগত নেতিবাচকতার জন্য দায়ী।” শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব‍্যক্তিগত উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ” এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলবে।” তিনি বলেন, ” ভারত সরকার পারস্পরিক কল‍্যাণকর সম্পর্কের জন‍্য প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা আশা করি, বাংলাদেশ ও পরিবেশকে ব‍্যাহত না করে একই ধরনের ভূমিকা রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn