
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের ইঙ্গিত ত্রিপুরা রাজ্য সরকারের
সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করার ইঙ্গিত দিল বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহার ইঙ্গিত, অচিরেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে পারে ত্রিপুরা সরকার। ” শনিবার (৩০ নভেম্বর ) আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্য বন্ধ নিয়ে ত্রিপুরা সরকার এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও বিষয়টি ভাবনা চিন্তার পর্যায়ে আছে। এনিয়ে দ্রুত সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য সরকার। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলেন, ” বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যা চলছে তা অমানবিক। বাংলাদেশের বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের দেখা উচিত সংখ্যালঘুদের স্বাধীনতা যেন খর্ব না হয়।” বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিও জানান তিনি।