বাংলাদেশের নাটোরের মন্দিরে হামলা নিয়ে কলকাতা ইস্কনের প্রতিক্রিয়া
বাংলাদেশের নাটোরের মন্দিরে হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিল ইস্কনের কলকাতা শাখা। তাঁদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অবাধে নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘুদের খুন করা হচ্ছে। ইস্কনের কলকাতা শাখার ইস্কন সন্ন্যাসী রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, বাংলাদেশের নাটোরের প্রধান শ্মশানের মন্দিরে হামলা কথা শুনে স্তম্ভিত। মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। মন্দিরের সেবায়েত তরুণ চন্দ্র দাস (৫৫) কে নির্মমভাবে খুন করা হয়েছে। হাত- পা বাঁধা অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। বাংলাদেশে হিন্দুদের শ্মশান ও নিরাপদ নয়।
Post Views: ৪৮