
বাংলাদেশি পণ্যসামগ্রী বয়কটের ডাক বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের
বাংলাদেশি পণ্যসামগ্রী বয়কটের ডাক দিল আসামরাজ্যের বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বাংলাদেশে সনাতনী হিন্দুদের সুরক্ষা না দিলে ভারত থেকে সকল প্রকার আমদানি ও রফতানি বন্ধের দাবি জানাল ভারত সরকারের কাছে। ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে অবৈধভাবে গ্রেফতার করে সনাতনী হিন্দুদের কন্ঠরোধের অপচেষ্টায় মেতেছে বাংলাদেশের প্রশাসন। এর প্রতিবাদে বয়কট ও রপ্তানির বন্ধের দাবি জানাল বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুক্রবার (২৯ নভেম্বর ) বাংলাদেশি পণ্যসামগ্রী বযকটের ডাক দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুন্নি ছেত্রী, সভাপতি শম্ভু দাস চৌধুরী, সহ সম্পাদক বিধান দাস, গৌতম রায়, সুমন দে প্রমূখ।