
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ০২ জন
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানাধীন কাথরিয়া এলাকা হইতে অর্থঋণ জারী মামলা নং- ৯৯৩/২৩ এর ০৪(চার) মাসের সাজা প্রাপ্ত আসামী আজগর আলী, পিতা-রফিক আহমদ, সাং- গেয়োজ বেপারী বাড়ী, কাথরিয়া, ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে ২২/০২/২৫ ইং তারিখ বিকাল ১৫.০০ ঘটিকার সময় গ্রেফতার করেন। ২৩/০২/২০২৫খ্রি. তারিখ ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার সময় এএসআই(নিরস্ত্র)/আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু মামলা নং-৫৮৫/১৫ এর সাজা প্রাপ্ত আসামী দিলদার প্রঃ দিদার, পিতা-আহম্মদ কবির, সাং-উত্তর জলদী, ০৫নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।