শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

বাঁশখালীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

চট্টগ্রামের বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।উপজেলা অফিসার্স ক্লাব কার্যালয়ে সোমবার (১৪ আগস্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু ছালেক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি ও বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যান বড়ুয়া, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও বাঁশখালী প্রেসক্লাব সেক্রেটারী শাহ মুহাম্মদ শফি উল্লাহ, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, ডেইলি বাংলাদেশ টুডে ও দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাহফিমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। এ সময় তিনি বাঁশখালী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn