
গতকাল বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ জামাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আবদুল মাবুদ ফাউন্ডেশন ও মাবুদ স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে চাঁদপুরস্থ আবদুল মাবুদ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.সিনিয়ন মাদ্রাসার অধ্র্যৃক্ষ মাওলানা হাফেজ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, মাষ্টার আহমদ কবির, নুরুল হোসেন লিটু, ফজলুল কবির, ছৈয়দুল হক, মোঃ মনজুর আলম, এড. আবদুল মোমেন, ডাঃ মোঃ কাজী কলিম উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্তে¦ও তার মধ্যে কোন অহংকার ছিলনা। এই সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ।