শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে জি.পি.এ. ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে খোরশেদ আলম

গতকাল বাঁশখালীতে এস.এস.সি বা সমমান পরীক্ষায় জি.পি.এ +৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন। চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ এর সভাপতিত্বে মাদ্রসা মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দিদারুল ইসলাম চৌধুরী, পুকুরিয়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়ান জান্নাত, চাঁদপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, মাওলানা ইব্রাহীম রহমানী, মাওলানা মহিউদ্দীন। বক্তব্য রাখেন মাওলানা কুতুব উদ্দীন, মাষ্টার আহমদ কবির, মাষ্টার নুপুর কান্তি দাশ, মাষ্টার মোরশেদুল আলম চৌধুরী, ফজলুল কবির, আবদু সবুর, দাউদ মানিক প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আধুনিক সব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় প্রধান অতিথি ২০২২ সালে বাঁশখালীতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় জি.পি.এ +৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদানসহ নগদ অর্থ প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn