সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বাঁকুড়ায় আচমকা সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত 

বাঁকুড়ায় আচমকা সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় গভীর রাতে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি। পুড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও ৩ জন। এদিকে লেলিহান শিখার দাপটে ভেঙে পড়েছে দোতলা বাড়ির একাংশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাঁকুড়া শহরের ৬নং ওয়ার্ডে। বাঁকুড়ার ৬নং ওয়ার্ডের বাসিন্দা পাল পরিবার। প্রতিদিনের ন‍্যায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। মাঝরাতে বিস্ফোরণের শব্দ পান প্রতিবেশিরা। এরপরই দেখতে পান দাউদাউ করে জ্বলছে পাল বাড়ি। প্রথমেই দমকলে খবর দেওয়া হয়। এদিকে প্রতিবেশিরা ও উদ্ধার কাজে হাত লাগান। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়েন বাসিন্দারা।  ছাদ থেকে ঝলসে যাওয়া ২ মেয়েকে নিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন ফুলেশ্বরী পাল। দমকল আধিকারিকরা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মোট ৫ জনকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে ভর্তি বাকি ৩ জন। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের নাম নিতাই পাল ও রিনা পাল। ইতিমধ্যেই তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাড়ির একতলায় টোটো চার্জিং পয়েন্ট ছিল। ওই চার্জিং পয়েন্ট থেকে সর্ট সার্কিট হয়ে আগুন লাগে এসি মেশিনে। সেই আগুন থেকেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ভেঙে যায় বাড়ির একাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn