বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

বসাকপাড়া জ্বালাকুমারী মন্দিরের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বসাকপাড়া জ্বালাকুমারী মন্দিরের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

 

 

রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ রাজানগর,ধামাইর হাট বসাকপাড়াস্থ শ্রীশ্রীজ্বালাকুমারী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জ্বালাকুমারী মায়ের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা মার্চ শনিবার বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন,মাঙ্গলিক পূজার্চনা,
মহতী শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ,ভাগবতীয় আলোচনা,ভক্তিগীতি,বিশ্বশান্তিবাণী পাঠ ও মহাপ্রসাদ আস্বাদন।
উদযাপন পরিষদের সভাপতি তপন বসাকের সভাপতিত্বে ও কর্মকর্তা শিক্ষক দীপন বৈষ্ণবের সঞ্চালনে শ্রীশ্রীরক্ষেশ্বরী
কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমদ্ভগবদ্গীতামৃত পরিবেশন ও মাতৃতত্ত্ব আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক,ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় বসাক,কর্মকর্তা সুজন বসাক।
অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ রাজানগর বসাকপাড়া জ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদ
প্রতি বৎসরই বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অত্যন্ত ভাগবতীয় পরিমণ্ডলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে। মা জ্বালাকুমারী হচ্ছে সনাতনীদের মাতৃশক্তির অন্যতম রূপ। ভক্ত যদি শুদ্ধ ভক্তি মনে মায়ের চরণে যথার্থ ভক্তিজ্ঞান ও শক্তি কামনা করে আনন্দময়ী মা অবশ্যই ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। ভগবানের অপাকৃত শাশ্বতবাণী পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান ভক্তসাধারনের সমস্ত অন্তর্জ্বালা নিবারণে মুখ্য ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন ও যন্ত্রাংশে সংগত করেন নন্দিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যার গ্রুপের কন্ঠ ও যন্ত্রশিল্পী পঙ্কজ বনিক,রুমেন শীল রিমন,দোলন মহাজন,বিপ্লব চক্রবর্তী,ছোটন ঘোষ,আকাশ মহাজন।
গীতাপাঠ ও আলোচনা শেষে বিশ্বের সকলের মঙ্গল কামনায় শান্তিবাণী পাঠ করা হয়। স্থানীয় জ্বালাকুমারী মন্দির,
রক্ষেশ্বরী কালী মন্দির,জগন্নাথ মন্দির,মগধেশ্বরী মন্দির,গীতা শিক্ষালয়ের কর্মকর্তাসহ দূর দূরান্ত হতে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত ছিলো এবারকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানাঙ্গন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn