
বসন্ত উৎসব উপলক্ষে বরানগর ১৩ নম্বর ওয়ার্ডে পুরস্কার বিতরণী ও প্রবীণ নাগরিকদের শাল ও মিষ্টি বিতরণ
২৩শে মার্চ রবিবার, বরানগর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব উপলক্ষে, ২২শে মার্চ শনিবার ঠিক সন্ধে সাতটায়, ডালিয়া মুখার্জীর উদ্যোগে এবং সাংসদ ও কাউন্সিলরদের উপস্থিতিতে, ১৫০ জন প্রবীর নাগরিকদের শাল ও মিষ্টি বিতরণ তার সাথে সাথে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করলেন। মাধ্যমিক পরীক্ষা চলায় এই অনুষ্ঠান পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন।
একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর অতিথীদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেছেন তাহার সাথে সাথে এলাকার সংসদ সৌগত রায় মহাশয় কে বরণ করে নেন।
উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, এবং বরানগর পৌরসভার অঞ্জন পাল, পৃথা মুখার্জী, নিলু গুপ্তা, অনিন্দ্র চৌধুরী, জয়ন্ত রায়, নিবেদিতা বসাক, অমর পাল, বিশ্বজিৎ বর্ধন, কামারহাটির পৌরপিতা গোপাল সাহা এবং সমাজসেবী বাবু ঘোড়াই, এসটি ওবিসির বাপি বিশ্বাস ছাড়াও এলাকার ছোট ছোট শিশু ও মহিলারা।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাংবাদিকদের সামনে বলেন, মুসকানটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি কারণ ওই সময় মাধ্যমিক পরীক্ষা থাকায়, সরকারের নির্দেশ মতো অনুষ্ঠানটি আজ করলাম এবং প্রতিটি গ্রুপের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দিলাম এবং প্রায় ১৫০ জনের বেশি প্রবীণ নাগরিকদের আমরা শাল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানালাম।
অনুষ্ঠানটি সুমধুর হয়ে উঠেছিল এবং সকলকে গানের মধ্য দিয়ে আনন্দে ভরিয়ে তুলেছিলেন সংগীতশিল্পী লুকোচুরি ঘোষ ও উৎপল ঘোষ, সবশেষে একটি ডুয়েট গান গেয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি করেন।
অনুষ্ঠানের কর্ণধার ১৩ নম্বর ওয়ার্ডের ডালিয়া মুখার্জি বলেন, আমরা এলাকার মানুষদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যিনি সারাদেশের মানুষদের নিয়ে বিভিন্ন কর্মকান্ডে মেতে থাকেন। মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তাহারি পথ অনুসরণ করছি।