বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার পদচারণায় মুখরিত পথঘাট

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার পদচারণায় মুখরিত পথঘাট

 

আজ ১৪ই এপ্রিল ২০২৫ সোমবার, বাংলা পঞ্জিকার ১ বৈশাখ ১৪৩২। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায়। নতুন বছরকে স্বাগত জানাতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রাটি নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার, টাউন হল মোড় ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn