শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার উন্নয়নের বিশ্বাসী : পৌরসভার ৬টি রাস্তা উদ্ভোধনেকালে নোমান আল মাহমুদ এমপি 

বর্তমান সরকার উন্নয়নের বিশ্বাসী। নিজেস্বপদ্মাসেতু করে বিশ্বে এখন মডেল সেতু।বোয়ালখালী পৌরএলাকায় লোকাল গর্ভনমেন্ট রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট সমূহের ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (মঙ্গলবার) সকালে পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর এর সভাপতিত্বে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মোঃ এমরান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সি.সহসভাপতি রেজাউল করিম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এস এম জাকারিয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্ত্তী, পৌরসভার প্যানেল মেয়র তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সিরাজুল হক, সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, হাজী নাছের আলী, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, জাহাঙ্গীর আলম, জোবাইদা বেগম, অনিলদে, সুব্রতদত্ত রাজু, সুমন কর, সুমন দে,সুহ্রদ ক্লাবের সকল নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বোয়ালখালী পৌরসভায় দলীয় মেয়র না থাকায় পূর্বে তেমন উন্নয়নের কোন চোয়া লাগেনি। কিন্তু দলীয় মেয়র নির্বাহিত হবার পর এখন উন্নয়নে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শীঘ্রই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপ নেবে। তাই আসুন আগামি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn