
বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে জয়ীরা র্যালি, উল্লাস না করার আহবান মুখ্যমন্ত্রী হিমন্তের
শনিবার (১০ মে) ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ৪ বছর পূর্তি হল। শুক্রবার (৯ মে) পূর্তি উদযাপন কর্মসূচির বাতিল করেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে বাজপেয়ী ভবনে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন হিমন্ত বিশ্বশর্মা। তবে কোনও অনুষ্ঠান বা উদযাপনের আয়োজন করা হয়নি। বৈঠকে বতর্মান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের কোন ধরনের বিজয় উৎসব, র্যালি, উল্লাস যেন না করেন। এমনকি মন্ত্রী বিধায়করা গণনা কেন্দ্র থেকে দূরে থাকার আহবান রাখেন। জয়ী প্রার্থীরা মন্দির- নামঘরে গিয়ে আশীর্বাদ নেবেন। তিনি আরও বলেন, কোনও সাম্প্রদায়িক মন্তব্য যেন না করেন। বতর্মান পরিস্থিতিতে সবাইকে একজোট থাকার আহবান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত।
Post Views: ৫৮