
বর্ণাঢ্য আয়োজনে খুলনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ‘মাদক নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও খুলনা বিভাগের এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পরিক্রমা শিক্ষার্থীদের যে সম্মাননা প্রদান করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজসেবা অধিদপ্তর সবসময় থাকবে এবং দরিদ্র মেধাবীদের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা এবং তাদের অনুপ্রেরণা দেওয়া অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সিনিয়র সহকারী সম্পাদক ও ‘খুলনার দর্পণ’ সম্পাদক মিনা অছিকুর রহমান দোলন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির বার্তা সম্পাদক আশিক সরকার ও মাহাতির হোসেন শান্ত।
আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সংবর্ধনার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দেশব্যাপী এক যুগেরও বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।