রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের জন্য বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান

বন্যার্তদের জন্য বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান

 

 

বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার সাহায্য প্রদান করেছে গত সোমবার,৯ ডিসেম্বর ২০২৪,বিকালে বাংলাদেশ কনস্যুলেটে নিউইয়র্ক কার্যালয়ে বাপা’র পক্ষ থেকে কর্মকর্তারা বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার প্রতিকী চেক হস্তান্তর করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.নাজমুল হুদার কাছে। কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের বাপা’র প্ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী , সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার । এ সময় আরো উপস্থিত ছিলেন বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন ,সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, বাপা’র ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন , ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী ,অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ন চৌধুরী। খবর বাপসনিউজ ।
বাপা’র প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়। কনসাল জেনারেল বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের অফিসে  স্বাগতম জানান। কনসাল জেনারেল ড.নাজমুল হুদা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপা’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। বাপা’র সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন,  আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের সদস্যরা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসতো তাহলে আমাদের পক্ষে এইভাবে সাহায্য করা সম্ভব হতো না ।সকলের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমেই আমর বিশ্বাস, এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো ।এছাড়াও তিনি বলেন যে বাংলাদেশ পুলিশকে আরো অত্যাধুনিক করতে এবং আমাদের অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের সাথে শেয়ার করতে চাই , বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন সবসময় বাংলাদেশ পুলিশকে সাহায্য করার জন্য পাশে থাকবেন , উল্লেখ্য এর আগে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশকে ট্রেনিং করানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধি দল বাংলাদেশ গিয়েছিল সেখানে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার সারোয়ার এবং পুলিশ অফিসার সামিনা আলম সেই সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন ।এটা আমাদের জন্য গর্বের । অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn