
বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে ৬ মার্চ বৃহস্পতিবার ডিসি সিটিএসবি জনাব মোঃ আলমগীর হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান। কমিশনার মহোদয় বক্তব্যে বলেন ডিসি সিটিএসবি জনাব মোঃ আলমগীর হোসেন নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেছেন, বিশেষ করে বিশ্ব ইজতেমা ২০২৫ এ সিটিএসবিতে তাঁর দায়িত্বশীল ভূমিকার যথেষ্ট প্রশংসা করেন ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান,উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।