সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বঙ্গ গট ট্যালেন্ট’র সভাপতি তানভীর,সাধারণ সম্পাদক মুন্না নির্বাচিত

বঙ্গ গট ট্যালেন্ট’র সভাপতি তানভীর,সাধারণ সম্পাদক মুন্না নির্বাচিত

দেশের বিভিন্ন জেলার প্রতিভাবান তরুণ কবি,লেখক ও শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে ‌‘বঙ্গ গট ট্যালেন্ট’ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ- ২০২৩-২০২৪।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) ‘বিজিটি’ প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও সাবেক র‌্যাব কর্মকর্তা ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে ২০২৩-২০২৪ সেবাবর্ষের কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।

এতে আগামী ১ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন- এম.টি.এইচ তানভীর, ভাইস প্রেসিডেন্ট- মোখতারুল ইসলাম মিলন, সেক্রেটারি- মাহমুদ হাসান মুন্না, সাংগঠনিক বিভাগীয় প্রধান- মামুন রাফী, সাহিত্য বিভাগীয় প্রধান- মিলাদ হোসেন সুজন, সংস্কৃতি বিভাগীয় প্রধান- উজ্জ্বল বিশ্বাস, আলোকচিত্র বিভাগীয় প্রধান- আব্দুল আলীম উলপাত, চিত্রকর্ম বিভাগীয় প্রধান- মাহিয়া মৌ, আবৃত্তি বিভাগীয় প্রধান- মাহিন আহম্মেদ, দফতর বিভাগীয় প্রধান- নুর হোসেন সাব্বির এবং প্রচার বিভাগীয় প্রধান- মো: শরিফ উদ্দীন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে, সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট এম.টি.এইচ তানভীর বলেন, আমরা সবাই নতুন প্রজন্মের নতুন আলো। সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকে আলোকিত করাই আমাদের এই সংস্থার উদ্দেশ্য। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি মনা সৃজনশীল মানুষদের নিয়ে দীর্ঘ তিন বছর ধরে সারাদেশে কাজ করে যাচ্ছে বঙ্গ গট ট্যালেন্ট। তারই ধারাবাহিকতায় তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে যাবে সেই সাথে দেশের প্রতিভাবান দের খোঁজে থাকবে সবসময়। বঙ্গ গট ট্যালেন্ট এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নবনির্বাচিত সেক্রেটারি মাহমুদ হাসান বলেন, বঙ্গ গট ট্যালেন্ট তার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সৃজনশীলতার চর্চা অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করে যাবে। আশা করছি, তরুণ প্রতিভাবান কবি, লেখক, শিল্পীদের প্রিয় এক বিশেষ প্ল্যাটফর্ম হবে ‘বিজিটি’। দেশের নতুন প্রজন্মকে শিল্প অনুরাগী করতেই আমাদের এই প্রয়াস। সবার নিকট দোয়া প্রত্যাশা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn