শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জিয়া সরাসরি জড়িত আর একুশে আগস্টের ঘটনার সাথে তারেক জিয়া জড়িত : আ জ ম নাছির উদ্দীন

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জিয়া সরাসরি জড়িত আর একুশে আগস্টের ঘটনার সাথে তারেক জিয়া জড়িত : আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জিয়া সরাসরি জড়িত আর একুশে আগস্টের ঘটনার সাথে তারেক জিয়া জড়িত। জিয়ার নেতৃত্বে যেমন পনের আগস্ট হত্যাকান্ড ঘটে আর জিয়া পুত্র তারেক জিয়ার নেতৃত্বে ও সরাসরি ইন্ধনে একুশে আগস্টের ঘটনার সূত্রপাত।
চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আজ ২৯ আগস্ট মঙ্গলবার সকালে ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সফর আলী।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি পাকিস্তানের প্রধামনন্ত্রী হতে পারতেন কিন্তু বঙ্গবন্ধু তা হন নি। তিনি চেয়েছেন বাঙালির মুক্তি। স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি। যারা বঙ্গবন্ধু কে অস্বীকার করে তারা কখনো সত্যিকারের বাঙালি হতে পারে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে পূনরায় ক্ষমতায় আনতে হবে।
সংগঠনের সভাপতি মো লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম তাজু, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো সিরাজুল ইসলাম সিরাজ, যমুনা অয়েল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো ইয়াকুব, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো আলমগীর, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো দিদারুল আলম মাসুম। আলোচনা সভা শেষে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn