রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের নিবেদিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে আজ ৯ মে  মঙ্গলবার বিকাল চারটায় নগরীর খাজা রোডস্থ মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, দৈনিক আনন্দ বার্তার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী জেবিএস আনন্দব্যোধি ভিক্ষুর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদপুর ক্রোকারিজ ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবী লায়ন মোহাম্মদ সেলিম সিকদার।

বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫, বি-৪ এর রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জানে আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য স.ম জিয়াউর রহমান, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক বায়েজিদ ফরায়েজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী লায়ন মোহাম্মদ এয়াকুব, শিক্ষিকা তাপসী চৌধুরী বড়ুয়া, সংবাদকর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা ও আবৃত্তি শিল্পী সাবরিনা আফরোজা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল পাল।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রীতিলতা ওয়াদ্দাদারের জীবনাদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যতবেশি তরুণ প্রজন্মরা প্রীতিলতাকে অনুসরণ ও অনুকরণ করবে ততবেশি প্রজন্মরা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। শুদ্ধ সংস্কৃতির চর্চায় আত্মনিবেদিত হয়ে প্রীতিলতার অনুপ্রেরণায় আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক কৃতি শিল্পীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn